জীবন

জীবন প্রবাহ

জীবনটা এক নদীর মত
কবে থেকে সেই বয়েই চলেছে
এখন অনেক জীর্ণ শীর্ণ
জলপ্রবাহের নেই সেই তেজ
তবু আছে প্রাণ, প্রাণ আছে
নদীটা আজ ও বয়ে চলেছে।