জীবন

কালো হাত

পুরাকালে সমুদ্রমন্থনে উত্থিত তীব্র হলাহল নিজকন্ঠে ধারণ করে দেবাদিদেব মহাদেব সমগ্র দেবকুলকে রক্ষা করে নীলকন্ঠ বলে অভিহিত হন। বর্তমানে এই ঘোর কলিযুগে যেখানে মানবরূপী দানবেরা ঘোরাঘুরি করছে আর পরিবেশ দূষিত, বিষাক্ত সেখানে নীলকন্ঠ হয়ে কে আমাদের পরিত্রাণ করবে?

সভ্যতার মূলাধার থেকে
বেড়িয়ে এসেছিল দুটি কালো হাত
টুঁটি চেপে ধরেছে সভ্য মানুষের
ছটপট করছে মানুষ অসহ্য যন্ত্রণায়
কে করবে তাদের পরিত্রাণ?

পুরাকালে সমুদ্রমন্থনে অমৃতের সাথে
উঠে এসেছিল সুতীব্র হলাহল
তাকে কন্ঠে ধারণ করে
নীলকন্ঠ হয়েছিলেন দেবাদিদেব মহাদেব
মুক্তি পেয়েছিলেন দেবকুল
অমৃত পান করে হয়েছিলেন অমর।

মর্তে মানুষ নেই আছে দানবের দল
যতকিছু ছিল ভাল করেছে গ্রাস
তাও বুক বেঁধে আশায় আশায়
একদিন দানবদের হবে নিধন
কেউ তো আসবেন নীলকন্ঠ হয়ে
মুক্তির নিঃশ্বাস নেব অসভ্য পৃথিবীতে।