কল্পনা ও বাস্তব
কল্পনা ও বাস্তব দুই সম্পূর্ণ ভিন্ন মেরুর বাসিন্দা। কল্পনার জগৎ রঙ্গীন আর বাস্তব রূঢ়তায় ভরা, এদের মধ্যে কোনই মেলবন্ধন নেই। তবু এরা পাশাপাশি থাকে, হাত ধরে চলে আর তাই পৃথিবীটা এত সুন্দর আর মধুর।

বাস্তবের রূঢ় জগত থেকে
মন যে কখন কল্পনার রঙ্গীন জগতে গিয়ে
ঘাপটি মেরে বসে থাকে বোঝা দায়।
ঠিক যেন শ্রাবণ দিনের মেঘলা আকাশে
মধ্যাহ্নের সূর্য্য মেঘের আড়ালে মুখ লুকায়।
কল্পনার রঙ্গীন জগতে ভাসতে ভাসতে
মন বারবার আছড়ায় রূঢ় বাস্তবে
ব্যথা লাগে, তবু আবার ঠিক পালায়।
প্রেম তুমি কেন এত সুন্দর
হোক না কল্পনা, আবেশ তো আসে
আবেশের জেরে কোনো স্বপ্নকে ঘিরে
মনে মনে তাকে ভালো তো বাসে
বাস্তবের অধরা, কোনও ক্ষতি নেই তাতে
কল্পনার ডানা মেলে মন স্বপ্নে ভাসে।
বাস্তব কল্পনা চলুক পাশাপাশি
যাকে খুশী তুমি, নিতে পার সাথে
আজকের বাস্তব হয়ে যাবে স্বপ্ন
সময় মাঝকানে দাঁড়িয়ে হাসে মিটিমিটি
কল্পনা না হয় থাকবে আমার পাশে।