ক্ষ্যাপামি
কবিতা লিখতে গিয়ে বারবার
ছন্দটা যাচ্ছে দূরে পালিয়ে
অথচ ভাবনাটা যাচ্ছেই থেকে।
সবকিছু একসাথে মেলালে,
ঘেঁটেঘুঁটে সব যেন একাকার।
সব ছেড়েছুড়ে দিয়ে উঠে পড়ি
খাতাটার পাতাটাও গেল ছিঁড়ে,
খোলা পেন বসে আছে বোবা হয়ে
ভাবনাও বলে আমি ক্লান্ত,
ভাঁড়ের গরম চায়ে চুমুক মেরে
মনকে বলি ক্ষ্যাপা বাড়ী চল,
স্নান খাওয়া সেরে কষে ঘুম মারি।