খেলা
জীবনের খেলাঘরে আমরা সবাই জীবন জীবন খেলছি আর একজন আমাদের খেলাচ্ছেন। কত কিছু হিসাব নিকাশ, আমার আমার করে মরা, তারপর খেলা সাঙ্গ হলে সবকিছু পিছনে ফেলে সেই তো আবার ফিরে যাওয়া।
দিন রাত্রির হিসাব নিকাশ
কি লাভ করে?
কটা তারা আকাশে জ্বলছে
কটা উল্কা ঝরে পড়েছে
কি লাভ জেনে?
সূর্য্য উঠছে, সূর্য্য ডুবছে
অমাবস্যা গ্রহণ হচ্ছে
বাঁধাগতের নিয়ম মেনেই।
তালে তালে সব চলছে
পৃথিবীটা যেন পালটে যাচ্ছে
আপনছন্দে ঘোরার ছলে।
ঘূর্ণনের এই ঘূর্ণিপাকে
সবই ঘুরছে, ঘুরেই চলছে
স্বপ্নঘোরে চক্রাকারে।
হিসাব নিকাশ রাখনা তোলা
জীবন মৃত্যুর এই যে খেলা
সাঙ্গ হলে যাবে চলে।