জীবন

কুকুর

রাস্তার ধারে কুকুরটা শুয়ে থাকত
রোজই রাস্তার ধারে শুয়ে থাকে
এটা বলার মত ঘটনা কিছু নয়
তবে আজ আর কুকুরটা নেই।

বেওয়ারিশ কুকুর বলে হয়ত ধরে নিয়ে গেছে
অথবা কোথাও গিয়ে মরে পড়ে আছে
যা কিছুই হতে পারে তবে মোদ্দা কথা
রাস্তার ধারে রোজকার কুকুরটা আজ নেই।

শুনেছি কুকুর বড় প্রভুভক্ত, বিশ্বাসী
একটু ভালোবাসা পেলে জীবন দিতে প্রস্তুত
আমাকে দেখলেই রোজ ল্যাজ নাড়ত
ওকে দেখা একটা অভ্যাস হয়ে গিয়েছিলো।

বিশ্বাস তো এখন অলীক স্বপ্ন
মানুষের সংখ্যা যে অনেক বেশী
রাস্তার কুকুরটা বড় ভালো ছিলো
সততা, বিশ্বাসের পরিমাণ আরেকটু কমল।