জীবন

লাগামছাড়া

মাঝে মধ্যে ইচ্ছা হয় কিছু লিখি আর কলম খাতা নিয়ে বসেও পড়ি। বসলে কি হবে সব কিছু ঠিকঠাক চললে তো। হাজার চেষ্টা করেও কলম দিয়ে একটা শব্দ বেরোয় না, খাতার ওপর খালি হিজিবিজি কাটাকুটি চলতে থাকে। একসময় বিরক্ত হয়ে খাতা পেন খোলা অবস্থায়, টেবিলে সব ছড়িয়ে ছিটিয়ে রেখে ধ্যুত্তোরি বলে উঠে পড়া। ব্যাস, তখনকার মত ওখানেই সব শেষ। তারপর আর কি, এদিক ওদিক ঘুড়ে বেড়ানো, খাওয়া বসা ঘুমিয়ে সময় কাটানো, বিন্দাস জীবন। যদি কদাচিৎ ভাবনা আসে, শব্দ- অক্ষর সঙ্গ দেয় তাহলে পাতার পর পাতা ভুলভাল লিখে ভরাই, না হলে যেমন তেমন থাকি। এই বেশ ভালো আছি, বেশ আছি, দিন কেটে গেলেই হল।

কিছুতেই কিছু নামছে না
অক্ষরগুলো কিছুতেই সাজছে না
এলোমেলো ভাবনা-চিন্তার দৌড়াদৌড়ি
এ আসে তো সে বলে যাব বাড়ী
এরকম ভাবে সত্যি কিছু হয় না
এভাবে কখনও ভাই খেলা যায় না।

তার চেয়ে ভাল সব ঝেড়ে ফেলা
সব ছেড়েছুড়ে ধ্যাত্তেরি বলে উঠে পড়া
থাক সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে
পেনের খাপ খোলা থাক, খাতা থাক এলিয়ে
শব্দ-অক্ষর সব যদি হয় লাগামছাড়া
আমি কেন বলব তাদের একটু দাঁড়া।

এসব নিয়ে এমনিতে বেশ ভালই আছি
খাচ্ছি, দাচ্ছি,ঘুমাচ্ছি,গাইছি, ঘুরে বেড়াচ্ছি
লেখার ইচ্ছা মাঝে মধ্যেই চাগাড় দেয়
খাতা কলম নিয়ে একটু আধটু বসাও হয়
যখন সবাই কথা শোনে খাতা ভরাই
নাহলে রেগে গিয়ে কলম খাতা আকাশে ওড়াই।

সব মিলিয়ে দিনগুলো ভাই কাটছে বেশ
ভাল মন্দ মিলিয়ে দিন হবেই শেষ।