জীবন

লাওয়ারিশ

রাস্তার পাশের ঝোপে কাঁদে
লাওয়ারিশ শিশু, প্যাকেটে মোড়া
ত্রূটীযুক্ত পণ্যের মত ছুঁড়ে ফেলে দেওয়া।
লালসার ফল তো বটেই,
টক না মিষ্টি সেটা শয়তান জানে।
বিধাতার কাছে জানতে বা বিচার চেও না,
তিনি এখন গভীর নিদ্রায়
ঘুমের ব্যাঘাত হবে,
সবাই চুপ থাক, মৃত্যুপুরী।