জীবন

মেলানো

মেলাতে পারি না
পারিনা মেলাতে অনেক কিছুই
ভবিষ্যতের গর্ভে বর্তমান
না বর্তমানের গর্ভে  অতীত
কোনটা সত্যি কোনটা ঠিক
দিন রাতের যাওয়া-আসা
ঋতু বৈচিত্রের খেলা
জীবনের এই পৃথিবীতে আগমন
আবার সময় হলেই চলে যাওয়া
আরো কত কিছু যে আছে
নির্বাক হয়ে দেখে যাওয়া
মেনে নেওয়া।

সবকিছুই চলছে নিয়ম মেনে
অথচ মেলাতে গেলেই লাগে ধাঁধা
অংকটা সহজ অথচ ভীষণ জটিল
মেলাতে পারিনা কিছুতেই।