মৃত্যু গিয়েছে হেরে
বেশীদিনের কথা নয়, করোণা নামক এক মহামারী গ্রাস করেছিলো পৃথিবীকে । জনজীবন একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলো আর ঘরে ঘরে ছিলো মৃত্যুর হাহাকার। প্রিয়জনের বিয়োগব্যথায় বিষণ্ণ পরিবেশে মানুষ বাঁচার আশা হারিয়ে ফেলেছিলো, ভেবেছিলো যে এই অবস্থা থেকে মুক্তির কোনও উপায় নেই। মৃত্যু ছিলো দুয়ারে দাঁড়িয়ে আর জীবন প্রাণপনে তার সাথে লড়ছিলো। এ যেন ছিলো এক অসম লড়াই তবু জীবন বলছিলো হবে জয়,হবে জয়। জীবনের অদম্য সংগ্রামের কাছে অবশেষে হারল মৃত্যরূপী করোণা কিন্তু সাথে করে নিয়ে গেলো অসংখ্য প্রাণ।

মৃত্যু দুয়ারে আসে বার বার ফিরে
অদৃশ্য এক জীবানুর রূপ ধরে
মানুষগুলো চুপ করে ঘরে বসে
ভয়ে মরে যদি যমদূত এসে পড়ে
মৃত্যু দাঁড়িয়ে দুয়ারে।
মানসিক ভাবে শ্রান্ত ক্লান্ত তারা
রোজ রোজ কি মরে বেঁচে থাকা যায়
মুক্ত আকাশ কতদিন দেখেনি তারা
এ যন্ত্রণার অবসান কবে হবে হায়
মৃত্যু দাঁড়িয়ে দুয়ারে।
বিদ্রোহ করে জীবন যে বার বার
বলে অনেক হয়েছে এবার বেড়িয়ে পর
সন্তান এসে হাত টেনে ধরে বলে
জন্ম দিয়েছ, দায়িত্ব পালন কর
মৃত্যু দাঁড়িয়ে দুয়ারে।
সন্তানকে বুকে চেপে ধরে বলি
পৃথিবীটা আবার বাসযোগ্য হবে
মনের ভিতর প্রত্যয় জেগে ওঠে
জীবানু এবার নিশ্চয় তুমি হারবে
মৃত্যু গিয়েছে হেরে।