মৃত্যুপণ
অনেক শুনেছি তোমাদের কথা
এবার আমাদের কথা শুনতে হবে
মার তো আমরা অনেক খেয়েছি
পাল্টা মার এবার তোমরা খাবে।
পয়সা তোমাদের অনেক আছে
আমাদের আছে কলিজার জোর
অধিকার মোদের ছিনিয়ে নেব
আমরা আনব নতুন ভোর।
তোমরা খাও মোচ্ছব কর
আমাদের কোনও আপত্তি নেই
তবে মনে রেখ এই পৃথিবীর
প্রতিটা মানুষের পাতে অন্ন যে চাই।
খাটতে আমরা পিছপা হই না
কিন্তু তার যোগ্য সম্মান দাও
শোষনের রাজনীতি অনেক করেছ
ভুখা পেট তার জবাব চায়।
যদি ভাব এটা রক্তচক্ষু
যদি ভাব এটা সন্ত্রাসবাদ
তবে সেটাই ঠিক যেন
সমান অধিকার আদায় করার
এটাই আমাদের মৃত্যুপণ