জীবন

মুক্তির খোঁজে

মুক্তির খোঁজে ছুটে চলে প্রাণ
তবে দিশাহীন, পায় নি পথের সন্ধান
এ জীবনেই তো রাখা আছে সবকিছু
তবু কেন এই নেই নেই রব।

পথের ধারে বন্য লাল গোলাপ
ফুটে আছে আনমনে বিলিয়ে সুবাস
জানে সে যাবে ঝরে দুদিন বাদে
তাও দেখ বাঁচে সে নিজের আনন্দে।

তবে প্রাণের কেন এই উচাটন ভাব
থাকতে পারে না কেন সে ধীর স্থির
শান্তি শান্তি করে খালি কেঁদে মরে
সর্ব্বত্র আনন্দ তবু ছোটে মুক্তির খোঁজে।