নতুন লেখা
নতুন লেখার ভাবনা
বলছে আমায় ডেকে
এখনও শেষ হইনি রে
আছি যে তোর মনের দোরে
পারিস যদি বাঁধ আমাকে
কলমের জোরে।
মন তার ভাবনার কথা
বলছে ধীরে ধীরে
কলমটাও লিখছে দেখ
ছন্দের তালে তালে
শূণ্য পাতা ভরাট হল
জীবনটাও প্রাণ পেলো।
মনের কথা শেষ হল
নতুন লেখা জন্ম নিল
তার গুণাগুণের বিচার ছেড়ে
ভাবনাটাকে আঁকড়ে ধরে
ভাসাও নিজের স্বপ্নের তরী
জীবনযুদ্ধের হও কান্ডারী।