জীবন

নেতাগিরি

এই লেখা বেশ তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মক লাগতেই পারে। এতে সমাজের স্বঘোষিত নেতাদের মুখোশ উন্মোচন করার এক ধরনের বিদ্রূপ রয়েছে। নিজের স্বার্থে এবং ক্ষমতার লোভে গা ভাসিয়ে চলা সেই নেতাদের যাদের কাজের ওপর কোনো দায়বদ্ধতা নেই, অথচ কথার দাপট অসীম।

কিছু মনে কর না ভাই,
অবশ্য মনে করলেও
আমার কিছু করার নেই,
তাই নেতাগিরিটা আমার চলবেই।
তোমরাও হতে পার নেতা,
কিন্তু হবে না কারণ বেসিকালী
তোমরা সবাই প্যাচপেচে কাদা।
দায়িত্ব এলেই পিছলে যাও
আমি ধান্দা বুঝে ঝোপে কোপ মারি
তাই আমি তোমাদের নেতা।

নেতা হতে গেলে দম লাগে
যা তা বলার ক্ষমতা লাগে,
যুক্তি তর্কের ধার ধারি না
আমার মতে আমার বুদ্ধি
ষোল আনার ওপর আঠারো আনা।
সবজান্তা আমি সবকিছু জানি,
চুপ করে বসে থাকে সব জ্ঞানী গুণী
তাই আমি হয়েছি নেতা।

নেতাগিরি এমনি ভালই চলছে
তবে ভাই এতে রিস্ক ও আছে।
এই তো সেদিন প্যাচপেচে কাদায়,
পা হড়কে এমন পড়লাম,
আমার পিছনের সোজা লেজটা
পেটের ভিতরে কি করে সেঁদোলো,
প্রাতঃকৃত্যর সময় টেরটি পেলাম।
তবে ওসবের আমি পরোয়া করি না
লোকের গালাগালে কি আসে যায়
এখানে ভালো কামাই আছে
নেতাগিরিটা আমি ছাড়ব না।