নিদ্রামগ্ন রাত
এক নিদ্রামগ্ন গভীর রাতের গল্প যা আমাদের অগোচরেই যায় থেকে।
রাত্রি তিনপ্রহর, চারিদিক নিশ্চুপ
দুটো চোখ খালি আছে জেগে
নিয়নের আলো তার সাথী
আর সাথী এক উচাটন মন।
সব কিছু ঠিক আছে
সব কিছু মিশে গেছে
এক বিনিদ্র রজনীর মাঝে
যেন এক মহাজাগতিক প্রশান্তি।
এক রাতজাগা পাখী ওঠে ডেকে
সে ও কি বলতে চায় কিছু?
নিদ্রামগ্ন নিশুতি রাত বড় চুপচাপ
দুটো চোখ শুধু আছে জেগে।