নবীন ও পুরাতন
যা কিছু আছে পুরাতন
পুরানো দিন, পুরানো গান, পুরানো জিনিষ
অথবা পুরানো কোনও স্মৃতি
আজকাল লাগে বড় ভালো।
পুরাতন হয়তো বা সে শীতল
কিন্তু আছে তারি মাঝে উষ্ণতা
সেই মিষ্টি মধুর মেদুরতায়
যায় ভরে মন প্রাণ
তাই ভালো লাগে তাকে
বড় ভালো লাগে পুরাতন।
নবীনেরা হাসে তির্যক হাসি
প্রাচীনপন্থী বলে ব্যাঙ্গ করে
ঠাট্টা বিদ্রুপ চলতেই থাকে
কিছুই কি যায় আসে তাতে?
কাল চলে কালের মতন
আজকের নবীন আগামীর পুরাতন
নবীন আর পুরাতনের এই মেলবন্ধন
চলেছে যুগযুগ ধরে
পুরাতন ভাবে নবীনেরই কথা
নবীন কি তা বুঝতে পারে?