জীবন

অবোধ্য

মাঝে মধ্যেই আমাদের জীবনে এরকম পরিস্থিতি আসে যেখানে মুখের ভাষা হারিয়ে যায় সেটি আনন্দ বা বিষাদে যে কোনও কারণেই হতে পারে। আমরা যখন খুব অসহায় পরিস্থিতিতে পড়ি তখন আমাদের কর্ম্মক্ষমতা , বুদ্ধি লোপ পায় এবং আমাদের মুখের ভাষাও হারিয়ে যায়, আমরা বোবার মতন বসে থাকি। তখন শব্দ, ভাষার কোনও মানে থাকে না, সবারই কেমন যেন শূণ্য দৃষ্টি, দিশাহারা ভাব। বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে যেখানে মানুষের মূল্যবোধ তলানিতে, প্রাণ আছে অথচ সমাজের প্রাণহীন অবস্থা, চারিদিকে বিষাদের পরিস্থিতি তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই লেখার মাধ্যমে।

শব্দবন্ধ থেকে শব্দগুলো আলগা হয়ে
এক এক করে ঝরে পড়ে যাচ্ছে
অক্ষরগুলো ভাষা হারিয়ে শূন্য দৃষ্টিতে
বাঁচার কিছু একটা অবলম্বন খুঁজছে
প্রাণটা যেন কোথাও হারিয়ে গিয়েছে।

ভাষা আজ মৃত ফসিলে পরিণত
কোলাহল মুখর পৃথিবী এখন নিশ্চুপ নিস্তব্ধ
জীবনের স্পন্দনটাই যেন দিশাহারা
হাহাকার, বোবা কান্নারও আওয়াজ নেই
শুধু রাত কথা বলে গান গায় নিজের আনন্দে।