জীবন

পা

ধূলি ধূসরিত দুটি পা
তার রং সাদা কালো
যাইবা হোক না কেন,
বহন করেছে সে ইতিহাস
দীর্ঘ ক্লন্তিকর পথযাত্রার।

কত শত পথ, নদী প্রান্তর
সে হয়েছে পার
চলতে চলতে কতবার
পেয়েছে আঘাত, হয়েছে রক্তাক্ত
পথশ্রমের ক্লান্তিতে শ্রান্ত হয়ে
পথের ধারে গাছের তলায়
বিশ্রামও নিয়েছে বহুবার,
তবুও সে থামায়নি তার চলা।

শৈশব,কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব পেরিয়ে
তারও বার্দ্ধক্য দিয়েছে দেখা।
পায়ের চলার গতি, ক্ষমতা
দুইই গিয়েছে কমে
তবুও মনের আজ্ঞাবাহক হয়ে
ধূলি ধূসরিত দুটি পা
ক্লান্তবিহীন পথ চলেই চলেছে
এ চলার শেষ নেই কোনও।