জীবন

পাগলা

কিরে পাগলা চললি কোথায়
সাতসকালে হনহনিয়ে !
জামাকাপড় বেশ পড়েছিস
গায়ে ভাল সেন্ট মেখেছিস,
চশমাটা বেশ ষ্টাইল মারা
ডান হাতে আবার উল্কি করা,
চুলটা ফিল্মি হীরোর ছাঁট,
টাই টা নিঁখুত ডাবল নট।
বেল্ট টা জবর জবরজং
জুতোটারও দারুণ গড়ণ,
চলছিস একটু ঝুঁকে ঝুঁকে
সত্যিই স্মার্ট দেখাচ্ছে তোকে।

আরে পাগলা,খোসাটা তো
খুব চমকেছিস, জেল্লা মেরেছিস,
ভিতরটা দেখ, ভিতরটা দেখ।
ভিতরটা তোর রঙচটা, জংধরা, ময়লা পড়া
পচা চিন্তা, পচা ভাবনার গন্ধে ভরা।
শাক দিয়ে মাছ যায় কি ঢাকা?
আসলটাতেই তোর মুষলভরা
তোর জীবন বৃথা।

কিরে পাগলা চমলে গেলি?
ঘাবড়ে গিয়ে খাবি খেলি?
ভাবিস নারে আমিও আছি,
হনহনিয়ে সব চলেছি,
তোরই সাথে, পাশে পাশে
তোরই মতন।