পাগলা ভাবিস না
প্রত্যেক মানুষের মধ্যেই একটা পাগল লুকিয়ে থাকে এবং সে যেটি ভাবে সেটি কখনই হয়ে আর ওঠে না। তখন সে ঠিক বুঝে উঠতে পারে না যে কি করবে আর তার মনে একটা পালাই পালাই ভাব আসে।
কিছু একটা লিখবি ভাবছিস
আকাশ পাতাল ভেবেই চলেছিস
ভাববার আবার কত ভঙ্গী
শুয়ে বসে, হেঁটে চলে,
পাগলা তুই ভেবেই মর।
লিখব ভাবলেই কি লেখা হয়?
শব্দগুলো সব পালিয়ে যায়।
লেখার জন্য ভাব চাই,
ভাবের জন্য রসদ চাই
পাগলা উল্লাস কর।
ভাব এল তো কলম নেই,
কলম পে্লি তো কালি শেষ,
লেখার খাতা তারও অভাব
উল্লাস নেই তো বিষণ্ণ ভাব
পাগলা করবি টা কি?
তার চেয়ে ভাল ঘুমিয়ে পড়
খাতা কলম সব তুলে রাখ
লেখা মানেই তো সময় নষ্ট
অপচয়ে আবার বড়ই কষ্ট,
পাগলা দে কষে ঘুম।