জীবন

পাগল নয়

পৃথিবীতে কিছু মানুষ থাকেন যাঁদের বেশভূষা, চলাফেরা, কথাবার্তা সাধারণ মানুষের মতন হলেও এঁদের চিন্তাশক্তি আলাদা। এঁরা সাধারণ মানুষদের মত ভাবেন না, বাঁধাধরা নিয়ম মেনে চলেন না এবং এঁদের কর্ম্মকান্ডে স্বার্থপরতার কোনও চিহ্ন থাকে না, সবসময় সার্ব্বিক কল্যাণে ব্রতী। মাঝে মাঝে মনে হতেই পারে যে এরা পাগল, কিন্তু এরাই মানুষ যাঁদের মধ্যে মান আর হুঁশ দুইই আছে এবং এঁদের জন্যই পৃথিবীটা আজও এতো সুন্দর।

লোকটা এরকম ই
হয়ত খানিকটা ছন্নছাড়া
আনমনা আর দিশাহারা
কখনও এখানে কখনও সেখানে
এদিক ওদিক বেড়াচ্ছে ঘুরে
আবার মাঝেমধ্যেই একেবারে শান্ত
উদাসীন চোখে তাকিয়ে
মনের অন্দরে দেয় ডুব, গভীর ডুব।

এরকম লোককে বোঝা দায়
পাগল মনে হলেও পাগল নয়
পৃথিবীর যত প্রেম ভালোবাসা
যত শত বেঁচে থাকার প্রবল আশা
হয়ত এদের মধ্যেই থাকে বেঁচে
কেন জানি না বারবার তাই মনে হয়
ধূ ধূ মরুভূমিতে মরুদ্যানের মত এরা থাকে
এরা শ্বাশ্বত, সুন্দর নির্ম্মল, পাগল কিন্তু নয়।