জীবন

পাগল ও সারমেয়

রাস্তার ধারে একপাগল
রাস্তার ধারে এক সারমেয়
একসাথে থাকে,একপাতে খায়
যত্র তত্র মলমূত্র ত্যাগ
যেখানে সেখানে শোয়।

জন্ম কোথায় তার নেই কোনও ঠিক
মৃত্যুর ও তথৈব চ
রাস্তাই সংসার, রাস্তাই বাড়ী
পাগল ও সারমেয় মিলেমিশে একাকার
এটিই নিষ্ঠুর সত্য।