পারিনি
মানুষ জীবনের শুরুতে অনেক রঙ্গীন স্বপ্ন দেখে কিন্তু সময়ের সাথে সাথে ব্যাস্তবতার রুক্ষতায় অনেকেরই স্বপ্ন ভেঙ্গে খানখান হয়ে যায়। যাদের স্বপ্ন পূর্ণতা পায় তারা ভাগ্যবান আর যাদের তা হয় না তারা নিজেদের ভেঙ্গে যাওয়া স্বপ্ন বুকে চেপে রেখে জীবনের বাকী পথ কাটিয়ে দেয়। তারপর দিনান্তে অখন্ড অবসরে সে জখন একাকী নিজের সঙ্গে কথা বলে, তখন তার অপূর্ণ স্বপ্নগুলো সামনে এসে দাঁড়ায়, না পারার বিষাদে ভরে যায় মন, জীবনটাকে অর্থহীন বলে মনে হয়।
জীবনের পথে
পাশাপাশি যাব
কথা রাখনি।
মাঝপথে হাত
ছেড়ে চলে গেছ
মনে রাখনি।
দেখা হবে কাল
বলে চলে গিয়ে
ফিরে আসনি।
চোখের ভাষায়
বলেছিলে কিছু
মুখে বলনি।
মনটা তোমার
পড়তে চেয়েও
পড়তে পারিনি।
জীবনের শেষে
এসে ভাবি কেন
চিনতে পারিনি।