জীবন

ফটো ফ্রেম

ফটো ফ্রেমের আড়াল থেকে
চরিত্রগুলো ডাকে, বলে আমরাও ছিলাম
তোদের মত এই জীবনের মাঝে।

এখনও আছি ঝুলে অনাদরে
দেওয়ালে, তিন পেরেকের মাঝে
ধূলার পলেস্তারায় মলিন হয়ে।

জানি, কিছুকাল পরে স্থান হবে আস্তাকুঁড়ে
উইপোকা খেয়ে যাবে, ফ্রেমটাও ভেঙ্গে যাবে
আস্ত জীবন হারিয়ে যাবে কালের গহ্বরে।