জীবন

পিকাসো

বিখ্যাত চিত্রকর পিকাসো যদি কলকাতার রাস্তায় কোনদিন বৃষ্টিবেলায় ঘুড়ে বেড়াতেন তাহলে তাঁর চোখে কলকাতার বৃষ্টির দিন কিভাবে ধরা দিত সেটি কল্পনা করেই এই লেখা।

ঘন কালো মেঘ
রংহীন বৃষ্টি
রংবেরং এর ছাতা
রকমারী মাথা
ফুটপাথে ভেজা শতছিদ্র
ভিখারীর কাঁথা
পিকাসোর কলকাতা।