জীবন

পরিচিত সকাল

ব্যস্ত শহরের ঘুম ভেঙ্গে যাওয়া সকালের এক পরিচিত দৃশ্য।

কাকের কর্কশ কা কা চীৎকার
ঝাড়ুদার দিচ্ছে ঝাড়ু জঞ্জাল
দূরে ফেরিওয়ালা হাঁকে
নিয়ে যাও, নিয়ে যাও
দশ টাকা, দশ টাকা
বাড়ীর গেটের সামনে দাঁড়িয়ে স্কুল বাস।

পেপারওয়ালা বাড়ী বাড়ী দিচ্ছে পেপার
কাজের মহিলাদের আনাগোণা
প্রাতঃভ্রমণকারীদের হনহন হেঁটে যাওয়া
বাস, গাড়ী, স্কুটারের শব্দ
চায়ের দোকানের সামনে ছোটখাটো জটলা
চা সিগারেট হাতে তর্কে ব্যস্ত

শহরের ঘুম ভেঙ্গে রোজকার দিন শুরু
চারিদিকে ব্যস্ততা কোলাহল
ভ্যাপসা গরমে চারিদিকে হাঁসফাস
মাথার ওপরে পাখা ঘুরছে
চাতক পাখিটা ডালে চুপ করে বসে আছে
বৃষ্টির আশায় করে হা-হুতাশ।

One thought on “পরিচিত সকাল

  1. লেখনী খুব সুন্দর। Presentation s also good. Expecting much more clear message for our society through your Kabita

Comments are closed.