প্রগতির পথে
প্রবাহমান সময় নিয়ে এক ভাবনার বহিঃপ্রকাশ
কত শত বছর পার হয়ে গেল
কত শত শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত বয়ে গেল
হাজারো লাখো জীবনের ওপর দিয়ে।
পরিবর্তনের পর পরিবর্তনের সাক্ষী
হয়ে রইল প্রবাহমান সময়।
হৃদয়ের ধুকপুকানি শব্দটা কিন্তু পাল্টায়নি
সৃষ্টির আদিকাল থেকে একই রয়ে গেছে।
পরিবর্তনশীল জগতের সাথে সাথে
অপরিবর্তনীয় রয়ে গেছে অনেক কিছু।
বিশ্বাস ভালোবাসার ওপর দাঁড়িয়ে আছে
মূহুর্তে মূহুর্তে বদলে যাওয়া এই পৃথিবী।
হিঃসা, দ্বেষ, ঘৃণা আঘাত হেনেছে ক্রমাগত
কিন্তু পরাজিত হয়েছে তারা বার বার,
ভালোবাসা আর বিশ্বাসের কাছে।
বিরামহীন এই লড়াই এর মাঝে
সোনালী আলোর রেখা যাচ্ছে দেখা
পৃথিবীর বাঁধন হয়েছে আরও সুদৃঢ়
আশা, বিশ্বাস আর ভালোবাসায় ভর করে
এগিয়ে চলেছে পৃথিবী শান্তির পথে
,তাকিয়ে রয়েছি মোরা সেই প্রগতির দিশায়।