রাজা
কোন এক প্রাচীন কালে
একটি বাচ্চা ছেলে বলেছিলো
এ মা তোমাদের রাজা ল্যাংটা।
সচকিত হয়েছিল সভ্যসমাজ
পরের গল্প কেউ জানে না
বাচ্চাটির সাথে কি হয়েছিলো
সহ্য করেছে সভ্য সমাজ।
ল্যাংটা রাজারই আজ বড় দরকার
শরীরে নাই বা থাকলো বসন
মনের রাজা হতে তো পারে
প্রজাদের দুঃখ দুর্দশার সাথী হয়ে
ন্যায় নিষ্ঠার পথটি ধরে
নিজের আভূষণ ও যদি করে দান
উলঙ্গ ফকির রাজার হবে জয়গান।
শারীরিক নগ্নতায় আছে কি লজ্জা
শরীর তো নয় সে মনের খোলস
মিশে যাবে সে মাটির সাথে
রেখে যাবে শুধু কীর্তি কলাপ
পাবে আপাময়ের শ্রদ্ধা, আনত প্রণাম।
মানব থেকে দেবত্বে উপনীত হয়ে
উলঙ্গ শরীর তবে মনের রাজা
সেই রাজারই আজ বড় দরকার ।