রাস্তায় যানজট
কল্লোলিনী কলকাতা শহরের প্রতিদিনকার চিত্র
রাস্তায় যানজট
সারি সারি গাড়ী
দুই চাকা, তিন চাকা, চার চাকা
ঘেঁষাঘেঁষি করে আছে দাঁড়িয়ে
চীৎকার হা-হুতাশ, ঘামের গন্ধ
তার সাথে আছে কিছু ভিখারী।
রাস্তায় যানজট
কালো মাথা থিকথিক
সবাই ব্যস্ত দেখো ইঁদুর দৌড়ে
বিবেক গিয়েছে পিষে
হাজারো চাহিদার ভীড়ে
কিছু প্রাণ তবু বেঁচে চায়ের দোকানে।
রাস্তায় যানজট
রোজকার চিত্র
নিশুতি রাত্রে রাস্তা শুনশান
নেই কোনও কোলাহল, নেই কোনও শব্দ
রাস্তার ফুটপাথে নেই কোনও জায়গা
সারি সারি আছে শুয়ে সারমেয়।