রোজকার গল্প
শীতের রাত
খোলা আকাশের নীচে
রাস্তার ধারে আগুন জ্বলছে,
ভিখারিণী মা সন্তান কোলে
কাঠের আগুন মাটি র হাঁড়িতে
ভাত ফোটাচ্ছে, রাতের খাবার।
দূরে কিছু মদ্যপ মাতাল
আকন্ঠ পান করে অপেক্ষারত
কখন মহিলার শরীর খাদ্য হয়ে
তাদের কাছে আসবে।
মদ্যপদের শরীর জুড়াবে
আর মা সন্তানের পেটের ক্ষিধে।
এটাই রোজকেরের হিসাব
দৈনন্দিন দেওয়া নেওয়ার গল্প।