জীবন

সাপের দল

আমাদের এই পৃথিবীতে ঈশ্বরের সৃষ্ট সবকিছু প্রাণী প্রাকৃতিক নিয়ম মেনে চলে কেবলমাত্র মানুষ ছাড়া। হিংসা ও ভালোবাসা এই দুটি জিনিষ প্রতিটি প্রাণীর মজ্জাগত কিন্তু মানুষের মধ্যে একটি রিপু প্রবল্ভাবে বিদ্যমান যেটি হচ্ছে লোভ আর এই লোভের বশবর্তী হয়েই মানুষ নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা স্বার্থান্বেষী, বিবেকহীন মানুষদের বিষধর সাপের সাথে তুলনা করি কিন্তু বিষধর সাপেদের ও একটি নীতি আছে তারা ভয় পেলে বা আক্রান্ত হলে তখনই কামড়ায়, মানুষের মত অকারণে কারুর ক্ষতি করে না। বর্তমান সমাজের মূল্যবোধের অবক্ষয় দেখে কেন জানি না মনে হয় যে চারিদিকে মনুষ্যরূপী বিষধর সর্পকুল বেড়াচ্ছে ঘুরে এবং চারিদিক বিষবাস্পে ভরে গেছে যার থেকে পরিত্রাণের কোনও উপায় নেই।

আগাছায় ভরে গেছে দেশটা
ঘরের আনাচে কানাচে রাস্তায়
মাঠে ঘাটে সর্ব্বত্র বেড়াচ্ছে ঘুরে
সাপের দল
বিষধর নির্ব্বিষ সব ধরণের

আশ্চর্য্যের ব্যাপার এরা বুকে চলে না
দু পায়ে হাঁটে
সাপের ধর্ম ও মানে না
যাকে তাকে ছুটে গিয়ে কামড়ায়

এমনি সাপ কামড়ালে হয়ত বা
একটা মানুষ মরে
যদি না প্রতিষেধক পায়
তবে এরা কামড়ালে
গোটা পরিবার, পাড়া,সমাজ
ধ্বংস হয়ে যায়
এদের কামড়ানোর কোনও প্রতিষেধক নেই।

মানুষের বাঁচা আজ তাই দায়
তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে পৃথিবীর বুক থেকে
চারিদিকে বেড়াচ্ছে ঘুরে সাপ
আজ সাপ রাজা, মানুষ
নির্যাতিত প্রজা।