সময়ের সাথে সাথে বয়স বাড়ে শরীর বৃদ্ধ হয়। শরীরের গতিপথ আটকে রাখা যায় না কিন্তু মন, সে তো স্বাধীন, বাধাবন্ধনহীন, সময়ের তার ওপর তো নেই কোনও অধিকার। মন চঞ্চল, মন ধীর শান্ত, সে থেমে থাকতে পারে অনাদিকাল। কিন্তু দিনের শেষে দুজনকেই ফিরে যেতে হবে ভবনদী পারে, দুজনেরই চলা হবে শেষ।