জীবন

শুরু করা

নিশ্চিহ্ন হয়ে গেছে মানবজাতি
হারিয়ে গিয়েছে তাদের প্রাণ
আকার ব্যবহার সব ঠিক আছে
শুধু মরে গিয়েছে বিবেক মনন
রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে ঘুরে
সুসজ্জিত সুশোভিত একদল লাশ।

বন্য পশু পাখি সব একই আছে
যদিও বা বিবর্তনের সাথে সাথে
কিছু প্রজাতি বিলুপ্ত কিছু আগত
কিন্তু স্বভাবে ব্যবহারে তাদের নেই পরিবর্তন
ভারসাম্য রক্ষা করে চলেছে পৃথিবীর
অকৃতজ্ঞ নয় তারা মানুষের মত ।

আমিও একজন সেই মানবজাতির
বিবেক দংশনে তাই মরি অহরহ
মনে মনে  ছুটে যাই সেই আদিম যুগে
ইচ্ছে হয় শুরু করি প্রথম থেকে
জানি একা হাতে বদলাবে না এই পৃথিবী
তবু শুরু তো করতে হবে কোথাও থেকে।