জীবন

সব ভুলে যাও

সব ভুলে যাও
লাভ নেই কিছু মনে রেখে
ভুলতে না চাইলেও ভুলিয়ে দেবে
সময় আছে বসে ওত পেতে
একদিন দেখবে আমিটাই নেই
বেড়াচ্ছে শূণ্যে উড়ে ধূলিকণা হয়ে
হাজারো ভুলে যাওয়ার মধ্যে
তুমিও গেছ মিশে
সব ভুলে যাও
লাভ নেই কোনও কিছু মনে রেখে।