শব্দ
হিংসা, দ্বেষ, হানাহানিতে ভরে গেছে পৃথিবী, চারিদিকে এক সন্ত্রাসের বাতাবরণ। একটা ফট করে ছোট্ট শব্দও যেন বয়ে আনে কোনও অশনি সংকেত, কোনও মৃত্যুর পরোয়ানা। বাজীর শব্দ, আলোর রোশনাই এর দিন শেষ, শব্দে ভর করেছে আজ শয়তান।
ফট করে একটা শব্দ
সামান্য আগুনের ঝলকানি,
হাওয়া ভেদ করে ছোটা ছোট্ট বুলেট
দুই ভুরুর মাঝখানে গিয়ে বেঁধা,
নয়ত হৃৎপিণ্ড চিরে বেড়িয়ে যাওয়া।
পড়ে যাবার শব্দ, একটু ছটফটানি
তারপরই সব চুপ, প্রাণটা শেষ।
এ গল্প যে কারোর হতে পারে,
কোনও সন্ত্রাসবাদী অথবা সাধারণ লোক
বা দেশরক্ষার দায়িত্বে থাকা বীর সৈনিক।
এদের প্রত্যেকেরই জীবনের একটা স্বপ্ন ছিল,
ঘর ছিল, সংসার ছিল, ঘরে অপেক্ষারত
অনেক প্রিয়জন ছিল, বাঁচার ইচ্ছা ছিল।
একটা হিসাবের ছোট্ট বুলেট সব
একেবারে ভেঙ্গে তছনছ করে দিল,
ফট করে শব্দটা আসলে শয়তান ছিল।