সহাবস্থান
রাস্তা এঁকে বেঁকে চলে্ কত কিছু দেখে কত কিছু শোনে। তার দুই পাশে ঘর বাড়ী, বস্তি, গাছপালা কত কি যে বলে, পথ শুধু চুপচাপ শুনে যায়। শোনে দারিদ্রতার গল্প, কান্না, দেখে আভিজাত্যের মুখোশের আড়ালে উৎশৃংখলতা,শঠতা, হিসাব মেলাতে পারে না মাঝে মাঝে।পথ চলে নিজের মনে, তারও তো নিজের কত কথা, বেদনা আছে, কেউ তো নেই তা শোনার।
রাস্তার দুই ধারে
বড় বড় বাড়ী, অট্টালিকা
আভিজাত্য আর প্রাচুর্য্যে ভরা।
সেই রাস্তারই পাশে
হয়ত বা একটু দূরে
সারি সারি ছোট বস্তিঘর
অভাব আর দৈন্যতায় ভরা।
দুই ঘরেই লোক আছে
দুই ঘরেই নানান গল্প আছে
কোথাও ভদ্রতার মুখোশে মোড়া
কোথাও নগ্নতায় ভরা বাস্তব।
রাস্তা রোজ তাদের গল্প শোনে
নিজের সাথে তুলনা করে
ভাবে কোথাও সেও আভিজাত্যে মোড়া
কোথাও বা নগ্নতায় ভরা
অদ্ভুত সহাবস্থান।