জীবন

সময়ের শেষ

সময় হয়ে আসছে শেষ
কোনও কাজ হয়নি সারা
আগামীর জন্য ফেলে রাখা
শুধু কাল হবে, কাল হবে বলা
কাল আর হয়নি আজ

সময় থাকে না থেমে
বেলা শেষ হয়ে এলে
হা হুতাশ করা
যদি থাকতো আর একটু সময়
যা আছে সেটা তো কাজে লাগা।

সময় হয়ে আসছে শেষ
যে কাজ হয়নি সারা থাক পড়ে
নাই বা ভাবলাম তাকে নিয়ে
যেটুকু পেয়েছি সেটাই অনেক
দিন যাবেই কেটে।