জীবন

সম্পর্ক

এই পৃথিবীতে জন্মগ্রহণের পরেই আমরা নানান রকম সম্পর্কে বাঁধা পড়ি, যা সবসময় ব্যাখ্যা করা যায় না। খুব আপন সম্পর্কও পর হয়ে যায় আবার দূরের সম্পর্কও খুব আপন হয়। তাছাড়া সম্পর্ক সম্পর্কই হয় তা সে সমাজ মান্যতা দিক আর নাই বা দিক।

কিছু সম্পর্ক থাকে
যার কোনও নাম দেওয়া যায় না
কিছু সম্পর্ক থাকে
যেগুলো বিদ্যমান অথচ বোঝা যায় না
কিছু সম্পর্ক থাকে
যা থাকলেও সমাজে বৈধতা পায় না।

অথচ সম্পর্কগুলো খুব দৃঢ় গভীর
অন্তঃসলিলা ফল্গুর মত নিস্পাপ সুন্দর
নেই কোনও চাহিদা আছে শুধু প্রাণের টান
হাজার হাজার বছর ধরে সম্পর্কগুলো আছে
নাই পেলো মান্যতা, তারা বেঁচে থাক।