জীবন

শৃংখল

মনের মধ্যেও লেগেছে কাঁটাতারের বেড়া
আগের মতন সে পারে না আর
সীমাহীন দিগন্তে বেড়াতে ভেসে ।
তার পায়েও এখন শিকলের আবেষ্টন,
সংসার বন্ধনে সে যে পড়েছে বাঁধা।
যান্ত্রিক জীবনের যাঁতাকলে পিষতে পিষতে
স্বাধীনতার স্বাদটাই ফেলেছে হারিয়ে।

চারিদিকে তাই এত হতাশা
শৃংখল কবলিত হয়ে মন নিক্ষিপ্ত
অন্ধকূপের অন্ধকারে।