সুরার অধিকার

সারাদিন খাটনির পর
সুরার নেশায় ডুবে গিয়ে
মনটা যদি ফুরফুরে হয়
ক্ষতিটা কোথায় তবে?
কারুর আছে বই এর নেশা
কারুর আছে ঘোরার নেশা
কারুর বা সুরের নেশা
এসবে কারুর আপত্তি নেই ,
সুরার নেশা করলে পরে
সব আসে তেড়ে রে রে করে
কারণটা যে কি, পাই না বুঝে।
আসলে মাথার মধ্যে আছে ঢুকে
আদ্যিকালের কিছু ব্যামো,
সুরা পান খুবই খারাপ
নতুন যুগের সাথে সাথে
উপড়ে ফেলে ব্যামোটাকে ,
লাগবেই তো একটু সময়।
অপেক্ষা কর ব্যামোটা যাবে
সবাইকেই মানতে হবে
সুরার অধিকার।