স্বাধীনতা

মাটিতে দিগন্তবিস্তৃত সবুজের আভা,
মাথার ওপর সূর্যোদয়ের চ্ছটায়
উদ্ভাসিত গৈরিক আকা্শ,
বুকে তার সাদা মেঘের ফেনা।
আকাশ বাতাস ধরিত্রী
তেরঙ্গার রঙে মিলেমিশে একাকার,
স্বাধীনতার ঘ্রাণে ভরপুর চারিদিক।
এ স্বাধীনতার রঙ মানুষের ভাবনার
এ স্বাধীনতার চ্ছটা মানুষের চেতনার,
এ স্বাধীনতার রঙ মানষের উত্তরনের,
পার্থিব সংকীর্ণতা থেকে মুক্তির ডাক।
মন্ত্রমুগ্ধের মত একদল কিশোর কিশোরী
শপথ নিচ্ছে এই স্বাধীনতায়
এক নৈসর্গিক তেরঙ্গার কাছে,
নতুন দিনের দুন্দুভি বাজছে ওই
আগামী দিনের সাথে।