জীবন

উদ্দেশ্য

রাস্তার ভাঙ্গা কল দিয়ে
ক্রমাগত জল বয়ে চলেছে
কারুর কোনও ভ্রূক্ষেপ নেই।

ভ্রূক্ষেপ নেই বয়ে যাওয়া জলেরও
শীর্ণ ধারায় বয়ে চলেছে দিশাহীন
হয়ত বা শুষে যাবে মাটি র বুকে
নতুবা পড়বে গিয়ে কোন নালায়
অথবা কোন পুকুর, ডোবা বা নদীর ধারায়
শেষমেষ মিশে যাবে সাগরের জলে।

দিশাহীন চলা অথচ উদ্দেশ্য আছে
মিশে যাওয়া নিজের উৎসের সাথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *