জীবন

উত্তর খোঁজা

নিঝুম, নিস্তব্ধ রাত
সারা পৃথিবী ঘুমিয়ে পড়েছে,
ব্যালকনীতে দাঁড়িয়ে আমি একা,
একেবারে একা, নিজের মুখোমুখি
হাজারো প্রশ্নের উত্তর খুঁজি।

নিশুতি রাতের আঁধারকে প্রশ্ন করি
কে আমি, কি আমার পরিচয়?
কেন বারবার মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়?
পায়াচারী করি, ছটফট করি,
অব্যক্ত যন্ত্রনায়, বোবা চীৎকারে
ভরে যায় মন হতাশায়।
কিসের খোঁজে অন্তরাত্মা হয় ভারাক্রান্ত!
জানি না,সত্যি আমি জানি না।