আকাশটা আজ মেঘলা
মনের আকাশ ও কি মেঘলা
না হলে উদাসীন কেন মন
কিছুই যেন লাগছে না ভালো
নীলাকাশে সাদা কালো মেঘের খেলা
রৌদ্র ছায়ার মিষ্টি লুকোচুরি
কখনও বিষণ্ণ মন, কখনও আনন্দে উদ্বেল
এই ভালো, বেশ ভালো।
বসে বসে তাই শুধু দেখা
দেখা এই মনের মেলা
আনন্দে ভরপুর এই পৃথিবী
আকাশটা আজ বড় মেঘলা।