আবার একটা দিন
গড়পড়তা আরেকটা দিনের শুরু। দিনের পর রাত, রাতের পর দিন ,আবার রাত আবার দিন, প্রকৃতির এই সুশৃংখলতার মধ্যেই বিশৃংখল অস্থির জীবন যার কোনও নিশ্চয়তা নেই। এর মধ্যেই অতি বাস্তব অথচ খামখেয়ালীপনায় ভরা এই সুন্দর প্রকৃতি ক্ষণে ক্ষণে রূপ পালটায়। গতানুগতিকতার মাঝেও কত বৈচিত্র, আনন্দের উপকরণ লুকিয়ে আছে, শুধু খুঁজে নিতে হবে এবং সেটিই হবে প্রণভরে আনন্দে বাঁচা।
আবার একটা দিনের শুরু, মেঘলা সকাল
ভিজে বাতাসে মাটির সোঁদা গন্ধ
সকালের ঘুম ভাঙ্গা চোখে ধূসর পৃথিবী
গাছের ডালে সবুজ পাতার হাত নাড়া
সবই অতি পরিচিত চেনা ছবি, বৈচিত্রহীন
তবে আজ মেঘলা সকাল।
দিন আর রাতের শৃঙ্খলাবদ্ধ জীবন
নিয়ম করে সেই যাওয়া আর আসা
জীবন ভরা গতানুগতিকতায়
সকালে ঘুম থেকে জাগা আর রাতে ঘুমিয়ে পড়া
এর মধ্যেই খোজাঁ আনন্দের উপকরণ
মন খুলে প্রাণ খুলে বাঁচা।