প্রকৃতি

অচল পৃথিবী

মেঘলা আকাশ, উদাস মন
দূর থেকে ভেসে আসা গানের সুর
জানালার ভিতর দিয়ে দেখা ছোট্ট পৃথিবী
বর্ষায় ভিজে যাওয়া সবুজ গাছের সারি
ফেলা আসা স্মৃতির নিঃশব্দ আনাগোনা
হাসি,আনন্দ,দুঃখ,অব্যক্ত যন্ত্রণা
আবার একটা ক্লান্ত দিনের শুরু।

সময় তো থেমে থাকার নয়, থাকেও না
একটা একটা করে দিন যায় কেটে
যান্ত্রিকতা গ্রাস করছে শরীর ও মন
অসহায় হয়ে শুধু দেখে যাওয়া
ভেঙ্গে যাক এই চার দেওয়ালের বন্ধন
প্রাণভরে নেব মুক্ত বাতাসে নিঃশ্বাস
আবার প্রাণ ফিরে পাবে এই অচল পৃথিবী।