প্রকৃতি

অচিন পাখী

মাঝে মাঝে কিছু কিছু ছোটঘাটো ঘটনা, সে যা কিছুই হতে পারে, আমাদের মনকে দোলা দেয়, আমাদের ভাবুক করে তোলে। এক্ষেত্রে একটি অজানা অচেনা পাখী হঠাৎ এসে মনটাকে নাড়া দিয়ে যায়।

হঠাৎ একটা অচিন পাখী
কালো মাথা খয়েরী শরীর
ডানার ধার লেজটা পুরো সাদা
আমার খোলা জানালার সামনে গাছটার ডালে
এসে বসলো, এদিক ওদিক লাফাতে লাগলো।

ভোর সকালে, ছিলাম বেশ আপনমনে
উত্তুরে বাতাসে শীতের হিমেল আমেজ
একটা আলাদা আবেগ যেন
পাখীটা হঠাৎ এসে বাধ সাধলো
যেন বললো কি ভাবছিস আমাকে দেখ।

বিরক্ত হলাম তবু ওকেই দেখতে থাকলাম
সত্যি ও বড়ই সুন্দর, তেমনই চলন
নাচের ছন্দে এ ডাল ও ডাল ঘুরছে
কিছু যেন একটা খুঁজছে অথচ পাচ্ছে না
সাথীকেও তো ডাকছে না।

যেমন এসেছিলো তেমনই হঠাৎ গেলো চলে
শুধু দোলা দিয়ে গেলো এই মনটাকে
সাদা ক্যানভাসে এঁকে দিয়ে গেল ছবি
যে ছবি দেখিনি বা আঁকিনি কোনদিনও
অচেনা পাখী তোমার নামটা কি?