আকাশ গঙ্গা
আকাশগঙ্গা একটি ছায়াপথ আর আমাদের সৌরজগতের কেন্দ্র সূর্য এই ছায়াপথের অংশ, অর্থাৎ আমরা এই ছায়াপথেই থাকি। পক্ষান্তরে আমরা বলতে পারি যে এই সুন্দর পৃথিবীর প্রকৃতি, ঋতুবৈচিত্র, মানুষের জীবনচক্র সবকিছু এই ছায়াপথ ঘিরেই আবর্তিত হতে থাকে। মানুষের কল্পনায় এই পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য্য, দিন রাত্রি, মানুষের আসা যাওয়া কোথাও যেন আকাশগঙ্গার সাথে মিলেমিশে একাকার হয়ে যায়।
দূর আকাশে রাত্রি ঘুমায়
ঘুমায় আবীর ছন্দে
মেঘলা কোলে বাদল হাসে
হাসে নিবিড় আনন্দে।
মাতলা নদীর তীরে ভাসে
পাগলপারা সুরের দল
মোহন বাঁশীর আবেশ নিয়ে
নামল চোখে ঘুমের ঢল।
বৃষ্টি মুখর নূপুর দিনে
সুখের বীণে উঠবে সুর
সপ্ততরীর সাগর ডিঙা
ভেসে যাবে অনেক দূর।
বইবে মনের স্বপ্ন নীলে
বাধনভাঙ্গা প্রাণের গীতি
আকাশগঙ্গার বুকে মেশে ঐ
মানব জনমের মিলন তিথি।