আমায় খুঁজো না
এক একটা সময় কোনও কিছু ভালো লাগে না, হারিয়ে যেতে ইচ্ছা করে। চলে যেতে ইচ্ছা করে চেনা পরিচিত জায়গা থেকে দূরে বহুদূরে কোনও জনমানবহীন শান্ত নির্জ্জন পরিবেশে যেখানে কেউ বিরক্ত করবে না, থাকা যাবে নিজের সাথে, কথা বলা যাবে একান্তে। তবে আমি আছি সবারই সাথে সবারই মাঝে।
আমায় খুঁজো না
খুঁজো না ঘরে, বাইরে
রাস্তায়, মাঠে, ঘাটে, দেশে বিদেশে
জনসমুদ্রে বা জনমানবহীন স্থানে
পাবে না, পাবে না কোথাও আমায়
তবে কিন্তু আমি হারিয়ে যাইনি
আছি তোমাদেরই মাঝে
চোখে র সামনে হয়তো নয়
মনের অন্দরে, হৃদয়ের গভীরে
যদি কখনও একা থাকো
উদাস মনে কিছু ভাবো
চুপি চুপি আসি আমি
এসে বসি তোমাদেরই পাশে।