আমার জানলা
আমার একটা বাসা আছে
তাতে আছে লোকজন ভালবাসা সবকিছু
আর আছে আমার প্রিয় জানলা
যার পাশে আমি বসে থাকি
বাইরের প্রকৃতির রূপ রোজ দেখি।
জানলাটা কখনও বন্ধ রাখি, কখনও খোলা
প্রকৃতির সাথে যে আমার বড় প্রেম
অভিমানে জানলা বন্ধ, প্রেমের জোয়ারে খোলা
জানলাটা যে আমার প্রেমের মাধ্যম
আমার একটা জানলা আছে।
শীতের হিমেল হাওয়ার পরশ শেষ
আজ বসন্ত জাগ্রত দ্বারে
শহরের আধুনিকতার গ্রাসে হারিয়েছে সবুজ
তবু কিছু গাছপালা পুকুর মাঠ আজও আছে বেঁচে
দিন দরিদ্র বসন্ত আমার জানলায় আসে।
রোজ সকালে উঠে জানলার পাশে বসি
প্রকৃতির পরশ মাখি, তার রূপ প্রাণভরে দেখি
এক অদ্ভুত প্রসন্নতায় ভরে যায় মন
মনে হয় যেন থাকি বেঁচে হাজারো বছর
প্রকৃতির মাঝে, প্রকৃতির সাথে
আমার একটা প্রিয় জানলা আছে।